আর্কাইভ থেকে বাংলাদেশ

কুসিক নির্বাচন : প্রস্তুতি সম্পন্ন, প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট

রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নগরপিতা নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ২৯ হাজার ৯১৮ জন কুমিল্লাবাসী । মঙ্গলবার সকাল থেকেই ১০৫টি কেন্দ্রে একে একে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ৬৪০টি বুথে পৌছেঁ নির্বাচনী সরঞ্জামাদি।

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে পাঁচ মেয়রপ্রার্থী লড়াই করলেও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারের মধ্যেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুত্রে জানা গেছে, ভোটের দিন নগরীতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ১২ প্লাটুন বিজিবিসহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ৬০০ সদস্য।
 
নির্বাচনের পরিবেশ বজায় রাখতে র‌্যাবের ২৭টি টিম, ৩৯ জন ম্যাজিস্ট্রট, ৯ জন জুডিশিয়াল ম্রাজিস্ট্রেট, ৯টি স্ট্রাইকিং ফোর্স, ২৭টি মোবাইল টিম ও ২ট রিজার্ভ টিম মাঠে থাকবে।

৫৩.৪ বর্গকিলোমিটার সিটির ২৭টি ওয়ার্ড একযোগে ভোটগ্রহণ শুরু হবে বুধবার সকাল ৮টা থেকে। প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট দেবেন কুমিল্লাবাসী।

মির্জা রুমন

 

এ সম্পর্কিত আরও পড়ুন