স্বাস্থ্য

ওষুধের দাম কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বললেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ডিভাইস বাংলাদেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে আনতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। এটি যদি দেশেই তৈরি করা যায়, তাহলে চিকিৎসা সহজলভ্য হবে। দেশি কোম্পানিগুলোকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, যে ওষুধের কোয়ালিটি ভালো না, সেটা আসলে ওষুধই না। সবার আগে মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশে ওষুধ শিল্পের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠানো হয়েছে। এখন  কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে।

ওষুধের দাম নিয়ে পাপন বলেন, ওষুধের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, সেভাবে ওষুধের দাম বাড়ানো হয়নি। তবে যেসব জায়গায় ওষুধের দাম অ্যাডজাস্ট করতে হবে সেসব জায়গায় অ্যাডজাস্ট করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন