অপরাধ

নবজাতকটি না পেলো বাবা-মায়ের আদর, না তাদের হাতে দাফন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর পাশ থেকে নবজাতকের লাল কাপড়ে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন ভিসির বাংলোর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাত থেকে কাপড়ে মোড়ানো ওই ছেলে নবজাতককে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক। তিনি বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে, বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠি জাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেন।

কেয়ারটেকার বলেন, ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুড়ে দিয়েছে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন