আর্কাইভ থেকে বাংলাদেশ

কুসিক নির্বাচন: শুরুতেই ইভিএম বিকল, ভোটগ্রহণ বিলম্ব

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটির কারণে ৪১ মিনিট ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। বিকল মেশিনটি পরিবর্তন করলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  জানিয়েছে ইভিএম কারিগরি মোবাইল টিমের সদস্য আবদুল আজিজ নোমান।

তিনি ‍জানান, এখানে মনিটরে সমস্যা হচ্ছিল, তারপর দেখা যায় মেশিনেও সমস্যা। তারপর পুরো মেশনটি পাল্টে দেয়া হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শুরুতে এখানে ভোটিংটা মনিটরে দেখা যাচ্ছিল না।  দ্রুত মোবাইল কারিগরি টিমকে খবর দেয়া হয়। এখন মেশিন ঠিক আছে। ভোট স্বাভাবিক চলছে। প্রথম ৪১ মিনিটে ওই বুথে কোনো ভোটগ্রহণ হয়নি মেশিনে সমস্যার কারণে।

৫ নম্বর ওয়ার্ডে দুটি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে নারীদের ভোট নেয়া হচ্ছে। এই ওয়ার্ডে এক হাজার ৯০০ নারী ভোটার রয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রথম পরীক্ষা। 

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন