আর্কাইভ থেকে বাংলাদেশ

কোনো গণ্ডগোল নাই: বাহাউদ্দীন বাহার

উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো গণ্ডগোল নাই। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে এ পরিবেশ নষ্ট না করে, কাউকে যাতে হ্যারেজম্যান্ট না করে। বললেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

বুধবার (১৫ জুন) সকাল ১১টার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দীন বাহার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, যাতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দেয়া হয়েছে।

নগরজুড়ে বাড়তি পুলিশ ও র্যােব সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রথম পরীক্ষা। 

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন