জাতীয়

রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর বেইলি রোড এলাকার একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের ওই রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাত তলার ওই ভবনটিতে দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট। উপরের তলাগুলো আবাসিক। রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়েই  ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।

এদিকে, পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলোর বাসিন্দারা আটকা পড়েন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে দুই দফায় সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ১০ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন এখনো আটকে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন