দুর্ঘটনা

এবার চট্রগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

এবার চট্টগ্রামের বাকলিয়া কালামিয়া বাজার এলাকার একটি নির্মাণাধীন কোল্ড স্টোরেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। এখনো কোন  হতাহতের খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের এক্সেস রোড এলাকায় অবস্থিত নির্মাণাধীন কোল্ডস্টোরেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

ফায়ার সার্ভিসকর্মীরা জানায়, এখনো কাজ চলছে। ভেতরে কাঠ ও ককশিট পুড়ছে। শুধু আগ্রাবাদ থেকে ৮টি ইউনিট যোগ দিয়েছে। এছাড়া চন্দনপুর, লামার বাজার ও নন্দনগ্রামসহ আরও বেশ কিছু ইউনিট কাজ করছে।

কাঠ ও ককশিট দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। নির্মাণাধীন কোল্ড স্টোরেজ ভবনটি চার তলা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন