আর্কাইভ থেকে বাংলাদেশ

কিয়ারার বিভীষিকাময় অভিজ্ঞতা

কিয়ারা আদভানিকে চিনে না এমন কেউ নেই, তিনি বলিউডে একের পর এক  সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। শরীরী গ্ল্যামারে তিনি বুঁদ করে রাখছেন ভক্তদের।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। এতে তার নায়ক কার্তিক আরিয়ান। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বলিউডের খরার মৌসুমেও হিট তকমা পেয়েছে। আবার আগামী ২৪ জুন মুক্তি পেতে যাচ্ছে কিয়ারার আরেকটি সিনেমা ‘যুগ যুগ জিও’।

সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

তিনি জানান, কলেজে থাকতে একবার বন্ধুদের সঙ্গে ধর্মশালায় ম্যাকলিওদগঞ্জ নামের একটি স্থানে গিয়েছিলেন বেড়াতে। সেখানেই মরতে মরতে বেঁচে যান এই অভিনেত্রী। প্রতিকূল আবহাওয়ার কারণে একটি ছোটখাটো হোটেলে বন্ধুদের সঙ্গে আটকা পড়েছিলেন চার দিন। ছিল না খাবার, ছিল না বিদ্যুৎ। বাইরে প্রবল তুষারপাত।

এরমধ্যেই চতুর্থ রাতে ঘটে বড় অঘটন। সবাই তখন ঘুমে। ঘটনার বর্ণনা দিয়ে কিয়ারা বলেন, আমার রুমের একটি চেয়ারে ধরে যায় আগুন। আগুনটা বেড়ে ওঠার আগেই এক বন্ধু সেটা টের পায়। সে চিৎকার করে ঘুম ভাঙায় সবার। তারপর আমরা সবাই কোনোমতে দরজা ভেঙে বের হই। একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছিল।

 
এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন