আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

বগুড়ার আদমদীঘিতে বাড়ি ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার কুসুম্বি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৫ জুন) আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বেনু বেগম (৫৫)  নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তছির উদ্দিন তার স্ত্রী বেনু বেগমকে মোটরসাইকেলে নিয়ে অসুস্থ আত্মীয়কে দেখতে যান। ফেরার পথে বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বি এলাকায় পৌঁছলে ঝাঁকুনিতে বেনু বেগম রাস্তায় পড়ে যান। এ সময় সড়ক সংস্কার কাজের রোলারের চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার কর বাড়িতে নিয়ে যান।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, ঘটনার পরপরই পার্শ্ববর্তী এলাকা থেকে স্বজনরা এসে নিহত গৃহবধূ বেনু বেগমের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। এছাড়া ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন