বিপিএল ফাইনালে চ্যালেঞ্জিং সংগ্রহ কুমিল্লার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে কুমিল্লা।
শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলায় টস জিতে কুমিল্লাকে শুরুতে ব্যাট করতে পাঠায় ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। ৪ বলে ৫ রান করে ফিরে যান সুনীল নারাইন।
এরপর ১৫ রান করে তাওহীদ হৃদয় এবং ১৬ রান করে আউট হন লিটন দাস। ইনিংস লম্বা করতে পারেননি জনসন চার্লসও। তিনিও ফিরে যান মাত্র ১৫ রান করে। তবে ক্রিজের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২ টি করে চার ও ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস।
শেষ দিকে জাকের আলীর ২০ এবং আন্দ্রে রাসেলের ১৪ বলে ২৭ রানের ইনিংসে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কুমিল্লা।