দাওয়াত খেতে গিয়েছিলেন তিন বোন, ফিরলেন লাশ হয়ে
দুই বোন আলিশা ও রিয়া। খালাতো বোন নিমুকে নিয়ে দাওয়াত খেতে গিয়েছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
গেলো বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনে তারা তিন জনই নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেলে নিহতদের স্বজনরা শুক্রবার (১ মার্চ) গণমাধ্যমকে জানান, ২৮ ফেব্রুয়ারি আলিশার জন্মদিন ছিল। এ উপলক্ষে ডায়মন্ডের কানের দুল কিনেছিল সে। কিন্তু তা আর পরা হলো না।
আর রিয়া (২২) উচ্চশিক্ষার জন্য সূদুর মালয়েশিয়া পড়াশোনা করত। বান্ধবীর বিয়ের আমন্ত্রণে দেশে আসেন। ২ মার্চ শনিবার তার মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট ছিল। কিন্তু তারও আর মালয়েশিয়া যাওয়া হলো না। আলিশা ও রিয়ার খালাত বোন নিমু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু তারও আর পরীক্ষার হলে বসা হলো না।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
এএম/