বলিউড

নিজের চেয়ে ২৭ বছরের ছোট শ্রীময়ীকে যেভাবে ‘পটিয়েছেন’ কাঞ্চন

'রোগা পাতলা' চেহারার কাঞ্চন মল্লিককে বিগত দু'সপ্তাহ ধরে লাগাতার ভাবে বডি শেমড হতে হচ্ছে। কীভাবে এই চেহারা নিয়েও তিন-তিনটে বউ পেতে পারেন অভিনেতা, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। এসব কটাক্ষের মাঝে একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী। কাঞ্চন তাকে কীভাবে 'পটিয়েছেন' জানিয়েছেন শ্রীময়ী নিজেই।

১০ জানুয়ারি, ২০২৪। দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছেন অভিনেতা উত্তরপাড়ার তৃণমূল-বিধায়ক কাঞ্চন মল্লিক। পরের মাস আসতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কাঞ্চন। তার দশ বছরের চর্চিত প্রেমিকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করলেন ১৪ ফেব্রুয়ারি।

জানেন কি, নিজের চেয়ে ২৭ বছরের ছোট শ্রীময়ীকে কীভাবে নিজের দিকে আকৃষ্ট করেছিলেন অভিনেতা। নিজের মুখে বলেছেন শ্রীময়ী এর রহস্য। এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছেন, দারুণ সুন্দর কথা বলে কাঞ্চন। ভুলিয়ে-ভালিয়ে মহিলাদের দারুণ ইমপ্রেস করতে পারে কথার জাদুতেই। আমাকে একেবারে পটিয়ে ফেলেছিল। আর আজ দেখুন আমি তাকে বিয়ে করতে চলেছি।

মহিলারা কেন বারবার আকৃষ্ট হয় কাঞ্চনের দিকে? এমন কথা জানিয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও। পিঙ্কিও বলেছিলেন, ভীষণ ভালো কথা বলতে পারেন কাঞ্চন। তাতেই মহিলারা গলে যেতে পারেন। আমি তার কথাগুলো ফেস ভ্যালুতে বিশ্বাস করেছিলাম জানেন?।

৬ মার্চ মধ্য কলকাতার ক্যামাক স্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েট হলে সামাজিকভাবে বিয়েটা সারবেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের জন্য চলছে জোরকদমে প্রস্তুতিও। শ্রীময়ী মনের মতো করে সাজবেন কাঞ্চনকে। বিয়েতে থাকছে নানা ধরনের খাওয়াদাওয়াও। থাকছে মটন। রান্না করতে খুবই ভালোবাসেন শ্রীময়ী। তার হাতে তৈরি রান্না খেতে ভালোবাসেন অভিনেতা। আমার হাতে মটন খেতে ভীষণই ভালোবাসেন কাঞ্চন। অনেকবারই খেয়েছেন।

এর আগে দু’দুবার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। দুটোর একটাও টেকেনি। কেবল তাই নয়, দ্বিতীয় স্ত্রীর থেকে তার এক সন্তানও রয়েছে। এমন এক পাত্রকে মেনেও নিয়েছে শ্রীময়ীর পরিবার। শ্রীময়ীর কথা অনুযায়ী, পরিবার চান তাদের মেয়ে যাতে ভালো থাকেন। শ্রীময়ীর চেয়ে ২৭ বছরের বড় কাঞ্চন। কাঞ্চনের ৫৩। শ্রীময়ীর ২৬। বয়সের এই দেড় দশকের ব্যবধানে কিছুই যায় আসে না শ্রীময়ীর পরিবারের। শ্রীময়ী বলেছেন, কাঞ্চনের অতীত জীবন নিয়ে কোনওই আগ্রহ নেই তাদের। তারা ভাবিত নন।

এ সম্পর্কিত আরও পড়ুন