বাংলাদেশ

ভারতে স্প্যানিশ নারী পর্যটককে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন এক স্প্যানিশ পর্যটক। শুক্রবার (১ মার্চ) গভীর রাতে দুমকা জেলার হাঁসডিহা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্প্যানিশ ওই দম্পতি একটি নির্জন জায়গায় অস্থায়ী তাঁবুতে রাত কাটানোর জন্য থেমেছিলেন।

শনিবার (২ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।

জারমুন্ডি সাব ডিভিশনাল পুলিশ অফিসার সন্তোষ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, গণধর্ষণের ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে।

তিনি আরও জানান, পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন এবং তাঁবুতে রাত কাটাতে হাঁসডিহা বাজারের কাছে থেমেছিলেন।

তারা মোটরসাইকেলে করে বাংলাদেশ থেকে দুমকা পৌঁছেছিলেন এবং বিহার হয়ে নেপালে যাচ্ছিলেন বলে জানা গেছে। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বর্তমানে দুমকার ফুলো ঝানো মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষা চলছে এবং আরও তদন্ত চলছে।

এনএস

এ সম্পর্কিত আরও পড়ুন