ফুটবল

নীল কার্ডকে ফিফা সভাপতির লাল কার্ড

ইংল্যান্ডের তৃণমূল ফুটবলে নীল কার্ডের পরীক্ষা সফল হওয়ার পর সেটি শীর্ষ স্তরের ফুটবলেও চালু করার কথা ভাবছিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তবে আইএফএবির প্রস্তাবিত ‘নীল কার্ড’ পছন্দ হয়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার।

ম্যাচে এমন কোনো কার্ড ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার (১ মার্চ) আইএফএবি-র সঙ্গে বৈঠকের পর ইনফান্তিনো বলেছেন, ‘শীর্ষ পর্যায়ে কোনও নীল কার্ডের ব্যবহার হবে না। এটি আমাদের জন্য অস্তিত্বহীন ব্যাপার। ফিফা নীল কার্ডের সম্পূর্ণ বিরোধী। ফিফার সভাপতি হয়েও এই বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম না। আপনি যদি কোনো শিরোনাম চান, সেটা হল নীল কার্ডকে লাল কার্ড।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় ধারণা এবং প্রস্তাবগুলো দেখার জন্য উন্মুক্ত। তবে খেলার অস্তিত্ব ও ঐতিহ্যও রক্ষা করতে হবে। কোনো নীল কার্ডের ব্যবহার হবে না।’

আইএফএবির প্রস্তাবিত নীল কার্ড অনুযায়ী, খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করলে বা প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করলে শাস্তি হিসেবে রেফারি নীল কার্ড দেখাতে পারবেন। আর এই কার্ড দেখলে সেই খেলোয়াড় ১০ মিনিট মাঠের বাইরে থাকবেন এবং তার দলকে খেলতে হবে দশজন নিয়ে।৷

এ সম্পর্কিত আরও পড়ুন