আর্কাইভ থেকে বাংলাদেশ

পোপ ফ্রান্সিসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে; অভিযোগের তীর ন্যাটোর দিকে

পোপ ফ্রান্সিসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে; অভিযোগের তীর ন্যাটোর দিকে

ভ্যাটিকান সিটির প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত বুধবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ‘খুব সম্ভবত কোনোভাবে উস্কানি দিয়ে’ লাগানো হয়েছে।

পোপ ফ্রান্সিস মূলত ন্যাটোর দিকেই অভিযোগের তীর ছুড়েছেন। তিনি বুঝিয়েছেন, রাশিয়ার আশপাশে ন্যাটো তাদের পরিধি বাড়ানোয় ইউক্রেনে হামলা করতে হয়ত বাধ্য করা হয়েছে রাশিয়াকে।

এ বিষয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেউ কোনো প্রকার উস্কানি দেয়নি।

এ ছাড়াও তিনি বলেন, ন্যাটো হলো একটি আত্মরক্ষামূলক জোট। ইউক্রেনের যুদ্ধ হলো প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ। ন্যাটো লম্বা সময় ধরে যা করে আসছে সেটি হলো ইউরোপের একটি স্বাধীন দেশে ইউক্রেনকে সাহায্য করা।

তিনি আরও বলেন, এটা কারো জন্য হুমকি না।এটা উস্কানি না।আর এটি হলো যা আমরা আপনাদের প্রতি করে আসছি।ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য দায়ী প্রেসিডেন্ট পুতিন এবং মস্কো।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ সম্পর্কিত আরও পড়ুন