আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে গুলি : নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি আবাসিক ভবনে আয়োজিত পার্টিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সময় রোববার (৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার কিং সিটির একটি আবাসিক ভবনে গুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কিং সিটি পুলিশ বিভাগ।

পুলিশ জানায়, কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালীন অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে  তিনজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এক নারীকে নেয়া হলে। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ই-মেইলে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, অজ্ঞাত তিন বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়েই পার্টিতে উপস্থিত লোকজনের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন