আর্কাইভ থেকে বাংলাদেশ

চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টি, প্রভাব বাংলাদেশে

চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টি, প্রভাব বাংলাদেশে

গেলো ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৯৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা চেরাপুঞ্জিতে ১২২ বছরে সর্বোচ্চ বৃষ্টি। চেরাপুঞ্জি ও গুয়াহাটিতে আগামী ২৪ ঘণ্টায় আরো ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার (১৭ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে পাওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের আসাম। এ রাজ্যের প্রধান নদীগুলোতে পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যা। আসামে এ পর্যন্ত ২৫ জেলায় দুর্গতের সংখ্যা ১১ লাখে দাঁড়িয়েছে। 

আসাম ও মেঘালয়ের মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে বাংলাদেশের সিলেট বিভাগের সব জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। 

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস জানান, আগামী তিন দিন উজানে ভারতীয় অংশে ও বাংলাদেশ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যার কারণে আসামে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। বন্ধ হয়ে গেছে জাতীয় মহাসড়ক। এই সড়ক ত্রিপুরা, দক্ষিণ আসাম, মিজোরাম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানান, চেরাপুঞ্জিতে আগামী ২৪ ঘণ্টায় আরো ৫৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্রের উজানে আসামে গুয়াহাটিতে বৃষ্টি হতে পারে ৩০০ মিলিমিটার। 

এ সম্পর্কিত আরও পড়ুন