খেলাধুলা

রুদ্ধশ্বাস ম্যাচে হারলো বাংলাদেশ

রুদ্ধশ্বাস ম্যাচে আশা জাগিয়েও হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যে আয়োজিত তিন ম্যাচ  টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

শুরুতে চার উইকেট হারালেও রিয়াদ আর অভিষেক হওয়া জাকের আলীর ব্যাটে ম্যাচেই ছিল বাংলাদেশ। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১ বলে ৫ রান। কিন্তু লংকান বোলার শানাকার বল ঠিকমতো ব্যাটে লাগাতে ব্যর্থ হন তাসকিন । বাংলাদেশ ম্যাচটি হারে তিন রানের ব্যবধানে।

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপরে আশা জাগিয়েও প্যাভেলিয়নের পথ ধরেন সৌম্য সরকার, তৌহিদ হৃদয়। মাঝখানে অধিনায়ক শান্ত সাইলেন্ট কিলার রিয়াদকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শান্ত আউট হলেও। রিয়াদের ব্যাটে ম্যাচেই ছিল টাইগাররা।

৩১ বলে ৫৪ রানে রিয়াদ আউট হলে। নিজের মাঠে তান্ডব শুরু করেন অভিষিক্ত জাকের আলী। জাকের এবং মাহাদীর ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ।  মাহাদী ১১ বলে ১৬ রানে আউট হলেও। জাকেরের ব্যাটে ম্যাচেই ছিল টাইগাররা। কিন্তু ম্যাচের তিন বল বাকি থাকতে জাকেরের আউট হতাশায় পোড়ায় সিলেটের গ্যালারিকে।

শেষ পর্যন্ত শরিফুল আর তাসকিনের ব্যাটে জয়ের হাসি হাসতে পারেনি টিম বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট শিকার করেন , ম্যাথিউস, ফারনান্দো, এবং শানাকা।

২১ বলে ৪৪ রান করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন লংকান ক্রিকেটার আসালাংকা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন