ক্রিকেট

এক ইনিংসেই জাকেরের তিন রেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছে হেরেছে বাংলাদেশ। এই টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হলে দলকে শেষ টেনেছে দুই মিডিল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। দুজনের ব্যাট থেকেই আসে ১২২ রান। তাই ম্যাচ শেষে এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষিক্ত জাকের আলি অনিক। ব্যাট হাতে বুড়ো হাড়ের জোর দেখিয়েছেন দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদও। ৩১ বলে অর্ধ-শতক হাঁকিয়ে ৫৪ রান করে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

দেশের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন জাকের। ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে ৬টি ছক্কা মেরেছেন তিনি, যা বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ৫টি ছক্কা ছিল ৫ জন ব্যাটারের।

এদিন আউট হওয়ার পর জাকের আলির স্ট্রাইক রেট ছিল সমান ২০০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫০ পেরুনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চ ২২৫.৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৬১ রান, যা ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন মোহাম্মদ আশরাফুল। পরের রেকর্ডটি পার্টনারশিপে জাকের-মেহেদী ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি ১৪.৪৪ রান তোলার রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে এশিয়ান গেমসে জাকের আলির কাগজে কলমে অভিষেক হয়। আর নিজের মাঠ সিলেটে বাংলাদেশের হয়ে ‘আসল’ অভিষেক হলো গতকাল।

এ সম্পর্কিত আরও পড়ুন