রোনালদো কবে অবসর নিবেন জানালেন জর্জিনা
ফিফা বিশ্বকাপের সময় অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন। তবে বিশ্বকাপের পরে যেন রোনালদো শুরু করেছেন নতুন আরেক অধ্যায়। ক্লাব ফুটবলে ইউরোপ ছাড়লেও সৌদি আরবে এসে দেখাচ্ছেন ফুটবলীয় সামর্থ্য। গত বছর পেশাদার লিগে সর্বোচ্চ ৫৩ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।
চলতি বছরও নিয়মিতই পাচ্ছেন গোল। ৩৯ বছরে পা রাখা রোনালদো আর কতোদিন খেলা চালিয়ে যেতে পারেন তার ইঙ্গিত দিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হলে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিতে পারেন সিআরসেভেন।
সম্প্রতি প্যারিসে ফ্যাশন উইকে মডেলিং করেন জর্জিনা। সেখানে জর্জিনা কথা বলেন রোনালদোর অবসর প্রসঙ্গে। তিনি বলেন, ‘হয়তো আর এক বছর কিংবা দুই বছর পর তার যাত্রা শেষ হয়ে যাবে, আমি নিশ্চিত করে জানি না।’
আগামী জুনে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। ওই আসরে পর্তুগালের হয়ে মাঠে দেখা যেতে পারে রোনালদোকে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিতে পারেন পর্তুগাল অধিনায়ক।