আর্কাইভ থেকে বাংলাদেশ

আসাম-মেঘালয়ে বন্যা, নিহত ৬২

ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমি ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে গেলো ২৪ ঘণ্টায় আসামে মারা গেছে ১৭ জন। রাজ্যটিতে পানিবন্দি হয়ে পড়েছেন, ৩২ টি জেলার প্রায় ৩০ লাখ মানুষ। দেড় লাখ মানুষ ৫০০টি রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে।

গেলো শনিবার (১৮ জুন) ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজ্যটিতে। জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। 

গেলো বুধবার (১৫ জুন) পর্যন্ত আসাম ও মেঘালয়ে স্বাভাবিকের চেয়ে ২৭২ মিলিমিটার অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এ সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত রাজ্য দুটিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

সরকারি সূত্রে জানা গাছে, আগরতলায় গেলো ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবার। বন্যার কারণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেখানে।

মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতেও ১৯৪০ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আসামে চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এক লাখ ৫৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ৫১৪টি অস্থায়ী ক্যাম্পে। রাজ্যের অধিকাংশ রাস্তাঘাট ও কালভার্টসহ সব ধরনের স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন