পিলারের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
বিমানবন্দর থেকে ফেরার পথে ঢাকার নবাবগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই দোহারের রায়পাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১৯ জুন) ভোর ৫ টায় ঢাকার নবাবগঞ্জের বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
তিনি জানান, দুর্ঘটনার ধরণ দেখে মনে হয় চালক ঘুম-ঘুম চোখে গাড়িটি চালাচ্ছিলেন, যার ফলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলই আবুল কাশেম (৫০) ও ফারাহানা (৮) নামে দুইজন মারা যান। এ সময় চালক মনির খান বিল্লালকে (৩৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।