আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বস্তি খুঁজতে গিয়ে অস্বস্তিতে বাইডেন

ডেলাওয়্যার রাজ্যে সমুদ্র সৈকতে স্বস্তির খোঁজে সাইকেল নিয়ে বেরিয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সাইকেল চালাতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি।

গেলো শনিবার (১৮ জুন)  আন্তর্জাতিক বার্তাসংস্থা সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  ঘটনার পর অক্ষত আছেন বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেন বাইডেন। 

প্রতিবেদনে বলা হয়, ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান। 

মার্কিন প্রেসিডেন্ট সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেও চিকিৎসার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউজ। 

সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই বাইডেনকে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহায্য করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন