আন্তর্জাতিক

সরে দাঁড়ালেন হ্যালি, ট্রাম্প-বাইডেন লড়াই নিশ্চিত

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী  নিকি হ্যালি । মঙ্গলবার সুপার টুয়েসডেতে ১৫টির মধ্যে ১৪টি ককাস ও প্রাইমারিতে ট্রাম্পের কাছে পরাজিত হওয়ায় পরে এই সিদ্ধান্ত নেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক এই রাষ্ট্রদূত। খবর- রয়টার্স।

বুধবার ( ৬ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে বক্তৃতা দেওয়ার সময় সরে দাড়ানোর এই ঘোষণা দেন হ্যালি।

রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের দৌড়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্যদের চেয়ে বেশি সময় লড়ে গেছেন নিকি হ্যালি। তবে কখনওই তিনি ট্রাম্পের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারেননি।

একাধিক অপরাধের অভিযোগ থাকার পরও রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনও অনেক শক্ত।

১৯৫৬ সালের পর এবারের প্রেসিডেন্ট নির্বাচনেই প্রথম ৭৭ বছর বয়সী ট্রাম্প এবং ৮১ বছর বয়সী বাইডেন ফের মুখোমুখি হতে চলেছেন। যদিও এ দুই প্রার্থীকে আবারও লড়তে দেখতে চান না বেশির ভাগ ভোটারই।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন