ক্রিকেট

সৌম্যকে যে কারণে নট-আউট দিয়েছিলেন থার্ড আম্পায়ার

চতুর্থ ওভারের ফার্নান্ডো প্রথম বল। পুল করেছিলেন সৌম্য সরকার। বল উইকেট রক্ষকের হাতে চলে গেলে আবেদন করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আম্পায়ার গাজী সোহেল আউটও দিয়ে দেন, তাঁর মতে বটম-এজড হয়েছিলেন সৌম্য।

সাথে সাথেই রিভিউ নিয়ে নেন সৌম্য। টিভি আম্পায়ারের রিপ্লেইতে আল্ট্রা-এজে দেখা যায় স্পাইক। তবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। ঘোষণা করেন নট আউট।

আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য আবার ফিরে আসেন। তবে সন্তুষ্ট হতে পারেননি শ্রীলঙ্কা দল। আম্পায়ার শরফুদ্দৌলা ঘিরে ধরেন তারা।

লঙ্কান কোচ ক্রিস সিলভারউড চলে যান চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত নট আউটের সিদ্ধান্ত বহাল থাকে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। তবে এ সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে চলছে নানা আলোচনা।

এ সম্পর্কিত আরও পড়ুন