সোমবার শুরু হচ্ছে কাবাডি লিগ
দেশের ৭টি সার্ভিসেস দলের অংশগ্রহণে আগামীকাল সোমবার শুরু হচ্ছে সার্ভিসেস কাবাডি লিগ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই শিরোপা প্রত্যাশী দল বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর মোকাবেলা করবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
লিগে অংশগ্রহণকারী বাকী দল তিনটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ ও বাংলাদেশ জেল। আগামী ৩ জুলাই লিগের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ নৌ বাহিনী ও সেনাবাহিনী। লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ দল শিরোপা লাভ করবে।