হাইতিতে অরাজকতা ঠেকাতে বাহিনী পাঠাবে বাংলাদেশ
সশস্ত্র গ্যাংদের দাপটে ক্যারিবিয়ান সাগরের দেশ হাইতিতে চলছে অস্থিরতা। দেশটির সরকার পতনের হুমকি দিচ্ছে সশস্ত্র গ্যাংরা। আর এই অস্থিরতা ঠেকাতে দেশটির পুলিশকে সহায়তার জন্য জাতিসংঘের মাধ্যমে নিরাপত্তা বাহিনী পাঠাতে চায় বাংলাদেশ। বুধবার ( ৬ মার্চ) এ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে।
জাতিসংঘ গেলো বৃহস্পতিবার (১ মার্চ) জানান, হাইতির গ্যাংদের মোকাবিলায় বহুজাতিক বাহিনী গঠনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ছাড়াও বাহামাস, বার্বাডোস, বেনিন এবং চাদ এ বাহিনীতে অংশগ্রহণের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এসব দেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে এ ব্যাপারে অবহিত করেছে।
এই বহুজাতিক বাহিনীকে সহায়তার করার জন্য গঠিত ট্রাস্টে ১০ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান দেওয়াও হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক সাংবাদিকদের জানিয়েছেন, এই ট্রাস্টে আরও ৭৮ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রায় দেড় বছর আগে গ্যাংদের নির্মূলে জাতিসংঘের কাছে সহযোগিতা চায় হাইতির সরকার। এরপর গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হাইতিতে একটি বিদেশি মিশন পরিচালনার সম্মতি দেয়। তবে এটি জাতিসংঘের কোনো মিশন নয়।