আর্কাইভ থেকে বাংলাদেশ

সিলেট ও নেত্রকোণায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

ওই দিন সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। এ সময় হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি।

সোমবার (২০ জুন) রাতে বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন।এ সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

টিআর 

এ সম্পর্কিত আরও পড়ুন