আইন-বিচার

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ ঘটনায় আসামীর আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে ২০২০ সালে মামলা দায়ের করেন।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট  জেবা রহমান বায়ান্ন টিভিকে বিষয়টি  নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামী নাহিদ ইমরান নিয়ন  জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো। টাকা পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে ভীত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০২০ সালের  ১৮ ফেব্রুয়ারি ভোর ৫টা থেকে ৮টার মধ্যে গরু জবাই করা ছুড়ি দিয়ে মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে।

দীর্ঘদিন পলাতক থাকার পর আসামী নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রোববার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামী নাহিদ ইমরান নিয়নকে দন্ডবিধির ৩০২ ধারায়  অপরাধীর দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। মৃত্যুদণ্ড নিশ্চিত করা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে দন্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন