রোজায় স্কুল বন্ধের আদেশ হাইকোর্টের, আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ
রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। রোববার (১০ মার্চ) ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য। আমরা এরইমধ্যে এ বিষয়ে নোট দিয়েছি। আগামীকাল (সোমবার) আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের