আর্কাইভ থেকে বাংলাদেশ

আসামে বন্যায় ৪৭ লাখেরও বেশি গৃহহীন

অতিরিক্ত বৃষ্টির কারণে ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে। ফলে বন্যার পানি এখন বিভিন্ন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আসামে বন্যায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 

মঙ্গলবার (২১ জুন) বিবিসি দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

অবিরাম বৃষ্টির কারণে পানি এত দ্রুত বেড়েছে যে কয়েক ঘণ্টার মধ্যে রাস্তা সম্পূর্ণ তলিয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় আসাম পানির নিচে তলিয়ে গেছে। 

আসাম কর্তৃপক্ষ বলছে, ৩৫ টি জেলার মধ্যে ৩২ টি ক্ষতিগ্রস্ত হয়েছে, গেলো সপ্তাহে কমপক্ষে ৪৫ জন নিহত এবং ৪৭ লাখেরও বেশি গৃহহীন হয়েছে।  অনবরত বৃষ্টিতে আসামের প্রায় ৫ হাজার ১৩৭টি গ্রাম বন্যার পানির নিচে চলে গেছে।

বন্যার্তরা বলেন, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা এখন সবকিছু সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন।
 

 

এ সম্পর্কিত আরও পড়ুন