পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন জারদারির মেয়ে আসিফা
পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তার মেয়ে আসিফা ভুট্টো জারদারিকে ফার্স্ট লেডি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই প্রথম কোনো পাকিস্তানি রাষ্ট্রপতি তার কন্যাকে ফার্স্ট লেডি পদের জন্য ঘোষণা করবেন। সাধারণত রাষ্ট্রপতির স্ত্রীকে ফার্স্ট লেডি পদের দেয়া হয়। এবার এটি ব্যতিক্রম হচ্ছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচান করেছে।
তিনি আসিফ আলী জারদারি এবং প্রয়াত বেনজির ভুট্টোর কনিষ্ঠ সন্তান। সে তার বাবার খুব কাছের। আসিফা জন্ম ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি।
গতকাল (রোববার) পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ জারদারি পাকিস্তানের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন।আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। রাষ্ট্রপতির শপথ নিচ্ছিলেন তখন আসিফা ভুট্টো তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, জারদারি একমাত্র বেসামরিক প্রার্থী যিনি সামরিক প্রধানদের বাদ দিয়ে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
জারদারিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত চার রাষ্ট্রপতির একজন যারা তাদের পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করেছেন।