আর্কাইভ থেকে বাংলাদেশ

বন্যার পানিতে ভেসে আসলো নিখোঁজ মা-ছেলের মরদেহ

সিলেটের জৈন্তাপুরে বানের তোড়ে নিঁখোজ হওয়ার তিনদিন পর এক নারী ও তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)।

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর  বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, শনিবার ছেলেকে নিয়ে উপজেলার ছাতারখাই এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন নাজমুন। পথে বাছার খাল এলাকায় বন্যার পানিতে তলিয়ে যান মা-ছেলে। সকালে দরবস্ত হাওরের পানিতে এলাকাবাসী বোরকা পরিহিত এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

তিনি বলেন, মা-ছেলের লাশ ময়নাতদেন্তর জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন