আন্তর্জাতিক

বাগদানের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

বাগদান উৎযাপন করতে গিয়ে লিয়াম ট্রিমার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের ওই নাগরিক পুলিশ অফিসার হওয়ার জন্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে নিজ বাড়িতে বাগদানের আয়োজন উদযাপন করতে গিয়ে ২৯ বছর বয়সী লিয়াম ট্রিমার হৃদরোগে আক্রান্ত হন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার প্রেমিকা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই দ্রুত সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

সোমাবার (১১ মার্চ) পুলিশ কমিশনার কোল ব্লাঞ্চ স্থানীয় গণমাধ্যমকে বলেন, এ ঘটনা অস্ট্রেলিয়া পুলিশের জন্য সত্যিই দুঃখজনক। ট্রিমার তার ভালো কাজের জন্য আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, সবাই তাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পরই এ বিষয়ে জানা যাবে।

ট্রিমার ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া গিয়ে পুলিশে যোগদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন