ক্রিকেট

রিয়াল-বার্সা-বায়ার্ন যা পারেনি তাই করলো নেইমারের ক্লাব

ইউরোপের বড় বড় ক্লাব গুলো যা পারেনি এবার তা করে দেখালো নেইমার জুনিয়রের ক্লাব আল হিলাল। শীর্ষ লিগে খেলা কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়লো সৌদি ক্লাবটি।

গতকাল মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামার আগে আল হিলালের টানা জয়ের সংখ্যা ছিলো ২৭ টি। জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে সেই সংখ্যা নিয়ে গেছে ২৮টি।

যা ভেঙ্গে দিয়েছে ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টসের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের সেই আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড ২০১৬-১৭ মৌসুম নিজেদের করে নেয় সেন্টস। ওয়েলশের শীর্ষ ঘরোয়া লিগের ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা ২৭ ম্যাচ।

সব শেষ গত বছর ২১ সেপ্টেম্বর লিগ প্রতিদ্বন্দ্বী দামাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে সব ম্যাচই জিতেছে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের এই দল। সৌদি লিগে ১৬ ম্যাচ, কাপ প্রতিযোগিতায় ৩ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচ জিতল আল হিলাল।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন