শান্তর সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ২৫৫ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ১২২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক ছাড়াও মুশফিকুর রহিম ৭৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩৭ রান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে যান লিটন কুমার দাস। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ৯ বলে ৩ রান করে ফিরে যান তিনি।
সৌম্যের বিদায়ের পর আরেক টপ অর্ডার ব্যাপার তাওহিদ হৃদয়ও ফিরে যান ৩ রান করে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। ৩৭ বলে ৩৭ রান করে মাহমুদউল্লাহ ফিরে গেলে মুশফিকুর রহিমকে নিয়ে শতক তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৯ বলে ১২২ রানে। টাইগার অধিনায়ককে সঙ্গ দিয়ে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিমও।