বাংলাদেশ

জাহাজের গতি বাড়িয়েছে সোমালি জলদস্যুরা

সোমালি জলদস্যুদের জিম্মি করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সকাল নাগাত সোমালিয়ার গারাকাদ বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূল থেকে প্রায় ১৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল জাহাজটি।

জাহাজের এ অবস্থান সম্পর্কে বুধবার (১৩ মার্চ) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

বিএমএমওএ সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন  জানান, জাহাজটি আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সোমালিয়ার উপকূল থেকে প্রায় ১৭০ নটিক্যাল মাইল দূরে ছিল এবং এর গতি বেড়েছে।

গেলো মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশি ২৩ ক্রুসহ এমভি আব্দুল্লাহ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের যাওয়ার সময় জাহাজের দখল নেয় সোমালি জলদস্যুরা। পরে তারা ক্রুদের জিম্মি করে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করে।

জাহাজটি চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (কেএসআরএম) সহযোগী সংস্থা এসআর শিপিং লাইনসের। জাহাজটি ৫৮ হাজার মেট্রিক টন কয়লা বহন করছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন