আন্তর্জাতিক

টিকটক নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে টিকটক নিষিদ্ধ করতে একটি বিল পাস হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে এই বিলটি পাস হয়। বিলটি এখন সিনেটের অনুমোদন পেতে হবে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে এটি আইনে পরিণত হবে।

বুধবার (১৩ মার্চ) এই বিল পাসের ফলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি।

চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে টিকটক।

টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা উদ্বিগ্ন। কারণ এটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স বেইজিংভিত্তিক। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়, কারণ প্রতিষ্ঠানটি চীনের কর্মকর্তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।

বিলটি উত্থাপনকারীদের মধ্যে অন্যতম রিপাবলিকান সদস্য মাইক গল্লাগহার। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণ করে কিংবা তাদের মালিকানাধীন এমন কোনো প্রভাবশালী সংবাদ প্ল্যাটফরমের বিষয়ে ঝুঁকি নেবে না যুক্তরাষ্ট্র।

তবে টিকটক নিয়ন্ত্রকদের আশ্বস্ত করার চেষ্টা করছে যে, যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ব্যবহারকারীর ডেটা চীনের বাইটড্যান্স কর্মীদের কাছ থেকে যেন বন্ধ করা হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে তারা।

গেলো জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি তদন্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টিকটক এবং চীনের বাইটড্যান্সের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ডাটা শেয়ার করার সিস্টেমটি ‘ত্রুটিপূর্ণ’ ছিলো। এর ফলে উল্লেখযোগ্য ব্যক্তিদের তথ্যও অরক্ষিত হয় পড়েছিল। যেমন চীনের বাইটড্যান্স কর্মীরা তাদের উত্সগুলো খুঁজে বের করার জন্য একজন সাংবাদিকের তথ্যে প্রবেশ করেছিল, যা উদ্বেগ সৃষ্টি করেছে।

বুধবার ভোটের পরে টিকটকের একজন মুখপাত্র এই বিলে ‘নিষেধাজ্ঞার’ মাধ্যমে পথ রুদ্ধ করে দেওয়ায় আইনপ্রণেতাদের অভিযুক্ত করেছেন। এটিকে তারা ‘গোপন’ প্রক্রিয়া বলে অভিহিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন