আন্তর্জাতিক

ভারতে বিশ্বের বড় কোরআন শরিফের প্রদর্শনী

ভারতের জয়পুরে উন্মোচন করা হলো বিশ্বের অন্যতম বড় পবিত্র কোরআন। দেশটির জয়পুরে দীর্ঘ দুই বছরের পরিশ্রমে হাতে ক্যালিগ্রাফির মাধ্যমে তৈরি করা হয়েছে মুসলমানদের পবিত্র এ গ্রন্থ। দীর্ঘ এ কোরআন শরিফ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ।

মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ভারতের জয়পুরে হাতে লেখা অন্যতম একটি বড় কোরআন শরিফের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১০ ফিট লম্বা এবং ৭ ফিট চওড়া এই গ্রন্থ লিখতে সময় লেগেছে দুই বছর। প্রতিটি পাতায় রয়েছে ৪১টি করে লাইন। পবিত্র এ গ্রন্থ লিখতে জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ এক কালি। আর ভারতেই বিশেষভাবে তৈরি করা হয়েছে এর কাগজ।

পরিবারের সদস্যদের সহযোগিতায় দীর্ঘ দুই বছরের অক্লান্ত পরিশ্রমে পবিত্র কোরআনটি লিখেছেন মাওলানা জামিল আহমেদ। পবিত্র রমজান মাস উপলক্ষে তার নিজের বাসাতেই এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম ক্যালিগ্রাফি এ কোরআন দেখতে প্রতিদিনই ভীড় করছেন শত মানুষ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন