আর্কাইভ থেকে বাংলাদেশ

মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবক মারা গেছে। গেলো বুধবার (২২ জুন) উপজেলার সাজেকের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মাচালং মন্দির পাড়া এলাকার সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার চিরজ্যোতি চাকমা (৪২)।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, বাঘাইছড়িতে কোনো ফায়ার স্টেশন না থাকায় খাগড়াছড়ির দীঘিনালার ফায়ার সার্ভিসকর্মীরা বুধবার মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তবে আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। উদ্ধারেরে পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীঘিনালা ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার শুভ্র চাকমা জানান, ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরি এনে ডুবে যাওয়া ব্যাক্তিদের উদ্ধারে অভিযান চালানো হয়। ঘটনার এক দিন পর সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন