আর্কাইভ থেকে দেশজুড়ে

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বঙ্গন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গিন এই শ্লোগাণ নিয়ে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

বুধবার (১৭ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় জাতীয় সঙ্গীতে অংশ নেন শতাধিক সাংস্কৃতিককর্মি। 

পরে শিল্পকলা অডিটরিয়ামে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণালকান্তি দাস।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, সরকারি হরঙ্গগা কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনে আয়োজনে দিনব্যাপী আয়োজীত অনুষ্ঠানের মধ্যে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার মুজিবমানে বাংলাদেশ নামের একটি নাটক মঞ্চস্থ হবে তারপর পরই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হবে পুরুষ্কার বিতরণ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন