ফুটবল

প্রীতি ম্যাচ খেলা হবে না মেসির

চোটের কারণে চলতি মাসে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না লিওনেল মেসির। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত জানিয়েছে এই তথ্য।

ইন্টার মায়ামি থেকে পাওয়া মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট চোট আছে।  যার কারণে আজ রোববার ডিসি ইউনাইটেডের বিপক্ষের ম্যাচেও খেলতে পারেননি তিনি।

মায়ামির কোচ জেরার্দো মার্তিনো মেসিকে নিয়ে ঝুঁকিও নিতে চান না। পুরো ফিট হয়ে উঠলেই আর্জেন্টাইন তারকাকে মাঠে নামানোর কথা ভাবছেন তিনি।

মার্তিনো বলেছেন, তিনি আশা করছেন যে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন মেসি। মন্টেরির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগটি ৩ এপ্রিল খেলবে মায়ামি, দ্বিতীয় লেগ ১০ এপ্রিল।

উল্লেখ্য, আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে মার্চের ২২ ও ২৬ তারিখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন