বিনোদন

ব্যস্ততার মাঝেও রোজা রাখছেন বিশ্বখ্যাত মডেল-পপ শিল্পী

কেউ ডাকসাইটে অভিনেত্রী। কেউ আবার সংগীত জগতের মহাতারকা। অবার কেউ  র‌্যাম্প দুনিয়ার সুপার মডেল। মহা ব্যস্ত সময় পার করেন এসব নামী দামী তারকা। তবে রমজান মাস আসলেই রোজা রাখতে ভোলেন না তারা।

ঈমান হাম্মান: নেদারল্যান্ডসের সুপার মডেল ঈমান হাম্মাম। আমস্টারডামে মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই সুপার মডেলের  বাবা মিশরীয় আর মা মরোক্কান। ২০২০ সালে ১৮ বার ভগ ম্যাগাজিনের কভার পেজে স্থান পাওয়া এই মডেল নিজেকে আফ্রো-আরবি হিসেবে পরিচয় দেন। এবার রমজানে সবাইকে ‘আমার ভাই ও বোন’ সম্বোধন করে  রমজানের শুভেচ্ছা জানিয়ে ইনস্ট্র্যাগ্রামে লিখেছেন, প্রতিফলন, সমবেদনা, ক্ষমা, প্রার্থণা আর দানের ফলিলতপূর্ণ এই মাসে সবার হৃদয়ে ফিলিস্তিনকে রাখুন।

মোনা কাত্তান: মোনা কাত্তান হলেন সৌন্দর্য এবং সুগন্ধি শিল্পে বিশ্বব্যাপী সাফল্য পাওয়া  ইরাকি-আমেরিকান উদ্যোক্তা।  আমেরিকান রিয়েলিটি টিভি সিরিজ হুদা বসের সাবেক এই অভিনেত্রী বর্তমানে সুগন্ধির বিশ্বখ্যাত ব্রান্ড হুদা বিউটির সহপ্রতিষ্ঠাতা ও গ্লোবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। রমজানে রোজা রাখেন নিয়মিত।

এসজেডএ: মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার সোলানা ইমানি রোয়ে।  তবে পপ সংগীত, হিপ হপ, আর এন্ড বি জগতে তিনি এসজেডএ নামে পরিচিত।  চলতি বছর পেয়েছেন  মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার `গ্র্যামি অ্যাওয়ার্ড’।  সেরা প্রগতিশীল `আর এন্ড বি’ অ্যালবামের পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ।  খ্রিষ্টান মা আর মুসলিম বাবার মেয়ে এসজেডএ মুসলিম হিসেবেই বেড়ে উঠেছেন এবং ইসলাম অনুসরণ করে থাকেন। রমজানে নিয়মিত পালন করেন রোজা।

ঈমান আব্দুলমজিদ: একসময় ছিলেন বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন সুপারমডেল ও অভিনেত্রী।  সোমালিয়ান বংশোদ্ভূত এই মার্কিন সুপার মডেলের নাম ইমান আবদুল মাজিদ। মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা এবং পরবর্তীতে মডেলিংয়ে প্রবেশ করা নিয়ে তার বক্তব্য বেশ আলোচিত। তিনি স্পষ্টভাবে বলেছেন, মডেলিং ও অভিনয় পেশার সঙ্গে তার ধর্ম সাংঘর্ষিক। তারপরও তিনি নিয়মিত রোজা রাখেন এবং রমজানের শুরুতে ভক্ত অনুরাগীদের রমজানুল করিম বার্তা পাঠিয়ে থাকেন।

হালিমা আদেন: হালিমা প্রথম সুপারমডেল যিনি হিজাব পরে ‘ভোগ’এর মতো আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদের ফোটোশ্যুট করেছিলেন।  হিজাব পরেই তাঁর সব কাজ। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনারদের জন্য র‌্যাম্পেও হেঁটেছেন হিজাব পরেই। রমজান মাসে রোজা রাখেন তিনি।  রমজানের জন্য তিনি সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করেন।  তবে এমাসে সবসময় ইসলামী সংগীত নাশিদ গেয়ে থাকেন।

জিজি ও বেলা হাদিদ: মার্কিন তারকা জগতে নগ্নতা যেনো স্বাভাবিক বিষয়।  কারণ ছাড়াই তারকারা নগ্ন সেলফি তুলে তা পোস্ট করেন সোস্যাল মিডিয়ায়।  ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্নতা তো থাকবেই।  ২০১৮ সালে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য ফটোশুটে  নগ্ন অবস্থায় দেখা যায় দুই সুপারমডেল বোন বেলা হাদিদ ও গিগি হাদিদকে।

ফিলিস্তিনি বংশোদ্ভূত জিজি হামিদ গত ১১ অক্টোবর  ইনস্টাগ্রামে  ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে পোস্ট দেন।  এর জন্য বাবা মোহাম্মদ হাদিদ,বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার হাদিদ এবং মা ইয়োলান্ডা হাদিদ হত্যার হুমকি পান।  এই পরিবারের সবাই নিয়মিত রমজান মাসে রোজা রাখেন।

হুদা কাত্তান: রূপের সৌন্দর্য এখন বড় ব্যবসা। মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় যে শীর্ষ নারী তারকারা উঠে এসেছেন তাদের মধ্যে বিউটি মোগল বলে খ্যাত হুদা কাত্তান অন্যতম।  ৩৪ বছর বয়সী এই দুবাইভিত্তিক ব্যবসায়ী ২০১৩ সালে গড়ে তোলেন কসমেটিকস ব্র্যান্ড হুদা বিউটি।  রমজানে নিয়মিত রেজা রাখেন উল্লেখ করে এই বিউটি মোগল বলেন, রমজানের সময়টি তিনি পরবারের প্রিয়জনদের সঙ্গে সময় কাটান।  রমজানে পরিবারের সবাই মিলে একসঙ্গে রোজা রাখেন ও ইফতার করেন।

শানিনা শাইক: অস্ট্রেলিয়ান সুপার মডেল শানিনা শাইক । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার অনুগামীদের রমজান করিমের শুভেচ্ছা জানিয়েছেন।  পাকিস্তানি বাবা আর অস্ট্রেলিয়ান মায়ের এই সন্তানটি মডেলিং জগতে একটি জনপ্রিয় নাম।  রমজান মাসে নিয়মিত রোজা রাখেন সুপার এই মডেল তারকা।

এ সম্পর্কিত আরও পড়ুন