আর্কাইভ থেকে বাংলাদেশ

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেও

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও। প্রতিনিধি পরিষদে গেলো শুক্রবার (২৪ জুন) ২৩৪-১৯৩ ভোটে বিলটি পাস হয়। এরমধ্যে ১৪ রিপাবলিকান এমপিও ভোট দেন। 

ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটের সব এমপিই বিলটির পক্ষে ভোট দিয়েছেন। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে বিলটি রয়েছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

এর আগে গেলো বৃহস্পতিবার (২৩ জুন) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়। বিলটির পক্ষে ১৫ রিপাবলিকান সিনেটও ভোট দেন। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৩৩ জন। এটি প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল।

প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। কয়েক দিনের মধ্যেই এসব প্রক্রিয়া চালানো হতে পারে।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষ থেকেই সমর্থন পেয়েছে। এর আগে দেখা গেছে, যখনই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার প্রশ্ন আসত, তখনই তাতে বাধা দিত রিপাবলিকান পার্টি।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রজনিত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনকারী সংগঠন মার্চ ফর আওয়ার লাইভস এ বিল পাসের ঘটনাকে স্বাগত জানিয়েছে।

২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে হামলার ঘটনায় বেঁচে যাওয়া মানুষেরা এ সংগঠন গড়ে করে তুলেছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে এক টুইটার পোস্টে বলা হয়, ‘আমরা জানি, এ মহামারির অবসানে আরও অনেক কাজ করতে হবে। তবে অনেক কঠোর পরিশ্রমের কারণে আমরা আজকের রাতটি পেয়েছি। আমরা সরে আসিনি কিংবা চুপ হয়ে যাইনি। বন্দুক সহিংসতার অবসানে আমরা আজীবন লড়াই করে যাব।’

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন