আন্তর্জাতিক

আরকান আর্মির দখলে রাখাইনের আরেক শহর

মিয়ানমারের রাখাইনে আরও একটি শহর দখলে করেছে আরাকান আর্মি। শহরটির নাম রাথিডং। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন।

সোমবার (১৮ মার্চ) মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরাকান আর্মির বরাতে ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেওয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। তবে রাথিডংয়ে টিকতে পারেনি জান্তা বাহিনী।

এতে আরও বলা হয়, আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুই শ’ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা।

এদিকে গেলো রোববার (১৭ মার্চ) রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে ৩৩ মিনিটে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন