কমতে পারে তেলের দাম: বাণিজ্য সচিব
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কামায় দেশেও দাম কমতে পারে, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
আজ রোববার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দু-একদিনের মধ্যে সুখবর আসতে পারে। তিনি আশা করছেন এ সময়ের মধ্যে তেলের দাম কমবে।
তিনি বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পর জানানো যাবে তেলের দাম কত টাকা কমবে। তবে দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ, সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে।
এর আগে গেলো শুক্রবার (২৪ জুন) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, বিশ্ববাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। কিন্তু বাণিজ্যমন্ত্রী একাধিকবার দাম সমন্বয়ের আশ্বাস দিলেও ফল আসছে না। বিশ্ববাজারের দাম কমায় দেশের বাজারে সমন্বয়ের দাবি জানায় ক্যাব।
এসি