আইন-বিচার

সেপ্টেম্বরের মধ্যে এআই আইনের খসড়া তৈরি করা হবে : আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) আইনের খসড়া তৈরি করা হবে। বললেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে  তিনি এসব কথা বলেন। এসময়ে তাঁরা সাথে উপস্থিত ছিলেন

আইনমন্ত্রী বলেন, এআই যেভাবে পৃথিবী বদলে দিচ্ছে, সেটার ব্যাপারে একটা আইন যেরকম সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে বাংলাদেশেও চিন্তা করা উচিত। সেই চিন্তা করার জন্যই তাঁরা আজকে প্রাথমিকভাবে বসেছিলেন। আজকে আইনের একটা আউটলাইন তাঁরা। এ বিষয়টা এত ব্যাপক এক দিনের আলোচনায় শেষ হবে না।

আউটলাইন প্রসঙ্গে এক প্রশ্নের প্রেক্ষিতে আনিসুল হক বলেন, এই মুহূর্তে তাঁরা আউটলাইনের বিষয়ে বলতে চান না। কারণ এটাও পরিবর্তনশীল। ‌বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য এবং অভিজ্ঞতা অর্জনের জন্য, অন্যান্য জায়গায় কি আইন হচ্ছে সেটা একটু পরীক্ষা করার জন্য এই সময়টুকু তাঁরা নিয়েছেন। তিনি বিশ্বাস করেন এ সময়ের মধ্যে তাঁরা এ আইনটা তৈরি করতে পারবেন।

এ সময়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত আইনমন্ত্রী মহোদয় গ্রহণ করেছেন। গত ফেব্রুয়ারিতে আইনমন্ত্রী তাকে নির্দেশনা দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কি ভাবছেন ও আইন প্রণয়নের ব্যাপারে তাঁরা কতটা প্রস্তুত। উনার নির্দেশনা পাওয়ার পর তাঁরা তথ্য প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেন এবং যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে আলোচনা করে  এ সিদ্ধান্তে নেয়া হয় যে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট অর্থনীতি করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাইপাস করে কিছু করা যাবে  না।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে তাঁরা ইউরোপীয় ইউনিয়নের আইন দেখছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ অর্ডার দেখা হচ্ছে, দক্ষিণ কোরিয়াসহ যেসব দেশ গত ২০১৭ সাল থেকে বিভিন্ন পলিসি,গাইডলাইন,আইন করেছে সেগুলো স্টাডি করা হচ্ছে।

একই সাথে বাংলাদেশের মেধাবী ছেলে-মেয়ে যারা পড়াশোনা করেছে এবং জানে বোঝে তাদের মতামত নিয়ে এবং স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে মন্ত্রীর কাছে তাঁরা আবার আসবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন