চালকের আসনে হেলপার, বাস উল্টে আহত ২০
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। চালকের বদলে হেলপার বেপরোয়া গতিতে গাড়িটিকে গন্তব্যে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (২৩ মার্চ) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের জৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান।
বাস যাত্রী মো. সুমন জানান, চট্টগ্রাম থেকে খুব ভালোভাবে বাসটি চালিয়ে আসছিলো। কিন্তু জৌখালী পৌঁছানোর কিছুক্ষণ আগে, বাসচালক নেমে তার সহকারীর কাছে গাড়ি দিয়ে যান। তিনি উঠেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করেন। যাত্রীরা নিষেধ করার পরেও তিনি গাড়ির গতি কমাননি। অবশেষে গাড়িটি উল্টে গিয়ে অনেকে আহত হয়েছেন। তাঁর স্ত্রী ও বাচ্চা আহত হয়েছে। আল্লাহ এবারের মত তাদের বাঁচিয়েছেন।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির বাসটি একটি মোটরসাইকেল,ভ্যান ও ট্রলিকে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যায়।
পুলিশ জানায়, গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। র্যাকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।
উল্লেখ্য, এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. মুস্তাকিমকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।