অ্যালকোহলিক পণ্যের লোগো জার্সিতে রাখেননি মোস্তাফিজ
ভারতের অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান SNJ গ্রুপ লম্বা সময় ধরে চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের একটি পণ্যের লোগো স্থান পায় চেন্নাইয়ের জার্সিতে। কিন্তু মুসলমানদের জন্য অ্যালকোহল নিষিদ্ধ। আর তাই শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজের জার্সিতে দেখা মিললো না অ্যালকোহলিক পণ্যটির লোগো।
গুঞ্জন আছে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি চেন্নাইয়ের ম্যানেজমেন্ট থেকে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনুমতি থাকলে, লোগো না লাগানোর কারণে এই নির্দিষ্ট স্পন্সরের অর্থ পাবেন না তিনি।
এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে নেমেছিলেন SNJ গ্রুপের লোগো ছাড়াই।
উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখেন মোস্তাফিজ। ৪ ওভারে ২৯ রানের খরচায় বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট নেয়ার পর নির্বাচিত হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।