ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামছে বাঘিনীরা। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অজি নারীদের বিপক্ষে টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। তবে বল হাতে শুরুতে উইকেট পেলেও পরে হয় ছন্দপতন। ফলে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। পরে লক্ষ্য তাড়া করতে নেমেও সুযোগ তৈরি করেছিল বাঘিনীরা। তবে শেষ পর্যন্ত হারতে হয়েছে বড় ব্যবধানেই।

ঘরের মাঠে প্রথম ম্যাচে হারায় সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জ্যোতিদের। সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে লাল-সবুজের দল।

সিরিজে ফেরার লক্ষ্যে আজও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অপরদিকে অজিদের দলে এসেছে একটি পরিবর্তন।  কিম গ্রাথের বদলে আজ খেলবেন সোফি মলিনিউ।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যাট।

এ সম্পর্কিত আরও পড়ুন